০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : পর্বসংখ্যা-৪৬, বিজ্ঞান

অধ্যায় ছয় : সুস্থ জীবনের জন্য খাদ্য
-

সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘অধ্যায় ছয় : সুস্থ জীবনের জন্য খাদ্য’ থেকে আরো ১৩টি শূন্যস্থান পূরণ করো নিয়ে আলোচনা করা হলো।
শূন্যস্থান পূরণ করো
৫ .খাদ্যের ছয়টি উপাদান মিলে তৈরি হয় --- খাদ্য।
উত্তর : খাদ্যের ছয়টি উপাদান মিলে তৈরি হয় সুষম খাদ্য।
৬ .সুস্থ-সবল দেহের জন্য সবার --- খাদ্য গ্রহণ করা প্রয়োজন।
উত্তর : সুস্থ-সবল দেহের জন্য সবার সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন।
৭. দেহ সুস্থ, সবল ও কর্মক্ষম রাখার জন্য আমরা --- গ্রহণ করে থাকি।
উত্তর : দেহ সুস্থ, সবল ও কর্মক্ষম রাখার জন্য আমরা খাদ্য গ্রহণ করে থাকি।
৮. ছোট ও বড় সবারই --- খাদ্য প্রয়োজন।
উত্তর : ছোট ও বড় সবারই সুষম খাদ্য প্রয়োজন।
৯.বয়স ও কাজের ধরন অনুযায়ী দেহের চাহিদা --- হয়।
উত্তর : বয়স ও কাজের ধরন অনুযায়ী দেহের চাহিদা ভিন্ন হয়।
১০. অতিরিক্ত খাদ্য গ্রহণ বা এক জাতীয় খাবার গ্রহণে দেহ--- হয়ে পড়ে।
উত্তর : অতিরিক্ত খাদ্য গ্রহণ বা এক জাতীয় খাবার গ্রহণে দেহ ভারী হয়ে পড়ে।
১১.দেহের চাহিদা মেটানোর জন্য খাদ্যের---উপাদানই পরিমাণমতো দরকার।
উত্তর : দেহের চাহিদা মেটানোর জন্য খাদ্যের ছয়টি উপাদানই পরিমাণমতো দরকার।
১২. --- ও খনিজ লবণের পরিমাণ কম হলেও দেহের চাহিদামতো থাকতে হবে।
উত্তর : ভিটামিন ও খনিজ লবণের পরিমাণ কম হলেও দেহের চাহিদামতো থাকতে হবে।
১৩. দেহের বিভিন্ন কাজের জন্য পানির পরিমাণ --- লাগে।
উত্তর : দেহের বিভিন্ন কাজের জন্য পানির পরিমাণ বেশি লাগে।
১৪. প্রধান --- টি খাদ্য উপাদান।
উত্তর : প্রধান তিনটি খাদ্য উপাদান।
১৫. যারা শারীরিক পরিশ্রমের কাজ করে, তাদের বেশি --- প্রয়োজন।
উত্তর : যারা শারীরিক পরিশ্রমের কাজ করে, তাদের বেশি শক্তি প্রয়োজন।
১৬. সব দেশেই প্রায় সব ধরনের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী--- করতে হয়।
উত্তর : সব দেশেই প্রায় সব ধরনের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংরক্ষণ করতে হয়।
১৭. খাদ্যসামগ্রীর উপাদন ও ধরন অনুযায়ী সংরক্ষণের উপায়--- হয়ে থাকে।
উত্তর : খাদ্যসামগ্রীর উপাদন ও ধরন অনুযায়ী সংরক্ষণের উপায় ভিন্ন ভিন্ন হয়ে থাকে।


আরো সংবাদ



premium cement